Logo
Logo
×

বিএনপি

জুলাই বিপ্লবে শহিদ ও আহত

৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই আন্দোলনে নিহত ও আহত সাড়ে আটশ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ১৮ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে ওইসব পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। 

রোববার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘জুলাই বিপ্লবে শহিদ এবং আহত সাড়ে আটশ পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব পরিবারকে ঈদসামগ্রী দেওয়া হবে।কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, তারা হয়তো আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করব। কিন্তু জুলাই বিপ্লবে আমরা যাদের চিরদিনের জন্য হারিয়েছি, তারা কেউ আমার ভাই কেউ আমার সন্তান। সেই ভাইহারা এবং সন্তানহারা স্বজনদের পাশে দাঁড়াতে চায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভাগাভাগি করে নিতে চায় তাদের আনন্দ-বেদনা। সীমিত সামর্থ্য নিয়ে আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি শহিদ পরিবারের কাছে।’

ডোনার বলেন, ‘ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহিদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের সদস্যরা। ১৮ মার্চ থেকে শুরু হবে আমাদের কার্যত্রম।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডোনার আরও বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা ইতোমধ্যেই আহতদের সু-চিকিৎসা দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছেন এবং সে চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এই যোদ্ধাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে ফাউন্ডেশনের চিকিৎসকরা। 

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরাসহ বিভিন্ন দুর্যোগের সময় এই প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াবে এই অঙ্গীকার ব্যক্ত করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ আয়োজনের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ড. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজি, সাঈদ খানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম