Logo
Logo
×

বিএনপি

অন্যরকম দিন কাটাল গুম পরিবারের সন্তানরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

অন্যরকম দিন কাটাল গুম পরিবারের সন্তানরা

রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও ‘দেশমাতা ফাউন্ডেশনের’ প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম।

এ সময় সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ব্যারিস্টার আবু সায়েম।

এ সময় তিনি স্বজনহারা শিশুদের সঙ্গে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ব্যারিস্টার সায়েম তাদের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুম পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন ব্যারিস্টার আবু সায়েম। এছাড়া স্বজন হারানো এসব ছোট্ট শিশুর হাতে উপহার সামগ্রীও তুলে দেন তিনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল। এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম