যুগান্তরে সংবাদ প্রকাশের পর
মিরপুরের বিএনপি নেতা সোহেল বহিষ্কার
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
রাজধানীর মিরপুরে চাঁদা দাবি, মারধর ও দোকান ভাঙচুরে অভিযুক্ত বিএনপি নেতা মো. সোহেল খানকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সোহেল খান দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শুক্রবার যুগান্তরে ‘চাঁদা না পেয়ে বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সোহেল খানকে বহিষ্কার করা হয়েছে। অপকর্ম করে কেউ বিএনপিতে থাকতে পারবে না। সে যে পর্যায়ের নেতা হোক না কেন। এ ব্যাপারে আমরা কঠোর।
৪ নভেম্বর মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচা বাজারের ১ নম্বর দোকানে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুর করেন সোহেল খান। এ সময় তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি ইউছুফ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।