Logo
Logo
×

বিএনপি

ঢাকায় বিএনপির র‍্যালি শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

ঢাকায় বিএনপির র‍্যালি শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র‍্যালি শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র‍্যালিটি।

সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানারে র‍্যালিতে যোগ দিয়েছেন। পুরো রাস্তায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখছেন তারা। 

সংগঠনের উপস্থিতি জানান দিতে বিভিন্ন রংবেরঙের ক্যাপ ও গেঞ্জি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ছিল।দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে ও মাইকে স্লোগানে র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায়। 

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে গেছে।

র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম