Logo
Logo
×

বিএনপি

সাবের-মান্নানের মুক্তির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম

সাবের-মান্নানের মুক্তির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও এমএ মান্নানকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের মুক্তি এবং ‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়বাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর।  

শুক্রবার বিকালে মিরপুর হযরত শাহ আলী বাগদাদী (রা.) মাজার গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতারা।  

সমাবেশে মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বলেন, ‘সেনাপ্রধান বলেছিলেন সেনা হেফাজতে পুলিশ প্রশাসন ও পতিত স্বৈরাচারের মন্ত্রী-এমপি এবং নেতাদেরকে আশ্রয় দিয়েছেন। তারা কারা জাতি জানতে পারেনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যেসব মন্ত্রী-এমপি-নেতারা বাংলাদেশে ছিলেন, তারা কিভাবে পালিয়ে গেল? অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে ভিন্ন কোনো শক্তি বা পতিত স্বৈরাচারের প্রেতাত্মা লুকিয়ে আছে কি না- সেটাও দেশবাসী জানতে চায়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না।’ 

অবিলম্বে সব সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি । 

মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিতে ও সদস্য সচিব মো. বাকি বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ার, জাহাঙ্গীর আলম সনি, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন ও ফজলে কাদের সোহেল।

এ সময় মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম মজুমদার শামীম ও এম সায়েম উদ্দিন সিয়ামসহ বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম