Logo
Logo
×

বিএনপি

আদাবরে বাজার মনিটরিংয়ে বিএনপির নেতাকর্মীরা

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম

আদাবরে বাজার মনিটরিংয়ে বিএনপির নেতাকর্মীরা

রাজধানীর আদাবর এলাকায় বিভিন্ন কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছেন আদাবর থানা বিএনপির নেতাকর্মীরা। 

এ সময় বিএনপি নেতাকর্মীরা বলেন, কেউ কোনো দোকান কিংবা বাসাবাড়িতে চাঁদা চাইতে গেলে তাকে বেঁধে রেখে সেনাবাহিনীকে খবর দেবেন। 

শনিবার দুপুরে আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবনের নেতৃত্বে নবোদয় বাজার, শেখেরটেক বাজারসহ বেশ কয়েকটি বাজার মনিটরিংয়ে যান দলের নেতাকর্মীরা।

বিএনপি নেতা জীবন বলেন, আমরা বেশ কয়েকদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও চুরি-ছিনতাই রোধে পুরো আদাবরের বিভিন্ন এলাকায় মাইকিং করছি। প্রতিদিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছি। পাশাপাশি, প্রতিটি দোকানে গিয়ে কাউকে চাঁদা দিতে নিষেধ করে আসছি। আমরা আশা করছি খুব শিগগিরই পরিস্থিতি সামাল দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে নেবে সরকার। 

নবোদয় বাজারে ফুটপাতে সবজি বিক্রেতা শাহ আলম জানান, আমাদের প্রতিদিন ২৫০-৩০০ টাকা আওয়ামী লীগ নেতা এবং পুলিশকে চাঁদা দিতে হতো। কিন্তু শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা চাঁদা দিতে নিষেধ করার পর এখন আর কেউ ভয়ে চাঁদা নিতে আসে না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম