Logo
Logo
×

বিএনপি

‘সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে, নইলে ২৮ অক্টোবরের মতো হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম

‘সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে, নইলে ২৮ অক্টোবরের মতো হবে’

‘আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার’ আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।এজন্য নতুন পথরেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে। বর্তমান সরকারকে হটানোর জন্য নতুন পথরেখা তৈরি করা উচিত। আমাদেরকে একটা সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এদেরকে হটানো যাবে না। না হলে ২৮ অক্টোবরের মতো কিংকর্তব্যবিমূঢ় হয়ে যেতে হবে।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করে বলেন, ‘ভারত সরকারকে ঘুস দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার অনুমতি নিয়েছেন। সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে, সে করিডোরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা হলো। সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা ও স্বার্থ নেই। বাংলাদেশ এ ট্রানজিটের মধ্যে কিছু পাচ্ছে না।’

তিনি বলেন, ‘তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে। যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না, সেই প্রকল্পের পানি ছাড়া শেখ হাসিনা ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক।’ 

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ভারত আমাদেরকে চীনে যাওয়ার অনুমতি দিয়েছে। ভারত আমাদের অনুমতি দেওয়ার কে? বাংলাদেশের স্বার্থ এবং কোনোটা ভালো হবে না হবে, তা দেখার দায়িত্ব বাংলাদেশেরই। ভারত অনুমতি দিলে আমরা চীনে যেতে পারছি। ভারত অনুমতি দিলে আমরা চুক্তি করতে পারছি। বর্তমান সরকারের সবকিছুতেই ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির তালুকদার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম