Logo
Logo
×

বিএনপি

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৬:২০ পিএম

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 

মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আদালতের অনুমতি নিয়ে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সিঙ্গাপুর গেছেন। চিকিৎসা শেষে দেশে ফিরবেন তারা। 

২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ পণ্ড হওয়ার পর প্রায় সাড়ে তিন মাস কারাভোগ করেন মির্জা আব্বাস। জামিনে মুক্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২০২৩ সালের ২৬ আগস্ট চিকিৎসা নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এর আগে ২০২২ সালের ২৪ মে স্ত্রী ও সন্তানকে নিয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম