ফের সমমনা দলগুলোর সঙ্গে শলাপরামর্শে বিএনপি, আজ যাদের সঙ্গে হলো
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ মে ২০২৪, ০৭:৪৭ পিএম
দীর্ঘ চার মাস পর আবারো সরকারবিরোধী দেশের সব সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে শলাপরামর্শ শুরু করেছে বিএনপি। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও এলডিপির লিয়াজোঁ কমিটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করে দলটি। বৈঠকে চলমান আন্দোলন ও আগামী দিনে করণীয় নির্ধারণে সমমনাদের মতামত গ্রহণ করেন বিএনপি নেতারা।
বৈঠক সূত্র জানায়- চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে করণীয় বিষয়ে সমমনাদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। বাস্তব সম্মত ও জনগণের কাছে গ্রহণযোগ্য কর্মসূচির বিষয়ে আগামী বৈঠকে বিএনপিকে জানানো হবে। এ ছাড়া উপজেলা নির্বাচনে জনগণকে আরও বেশি নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত আগ্রাসনসহ বিভিন্ন ইস্যুতে যুগপৎ ও পৃথকভাবে কর্মসূচি দিয়ে আবারো রাজপথে নামার পরিকল্পনা রয়েছে। বৈঠকে ১২ দলীয় জোটের নেতারা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে আরও বেশি জনমত তৈরিতে জোর দেন। সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটসহ কয়েকটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববারের বৈঠকে বিএনপি লিয়াজোঁ কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
১২ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে ওলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টি (একাংশ) চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মওলানা আবদুল করিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ প্রমুখ।
অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতাদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য নুরল আলম তালুকদার, ড. নেয়ামুল বশির, অ্যাভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেন, জাতীয় নির্বাচনের পর প্রথমবার লিয়াজোঁ কমিটির বৈঠক হয়েছে। সেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আশা করি, আবারো এক দফার আন্দোলন খুব শিগগিরই শুরু হবে।