আওয়ামী লীগ দেশে ‘একনায়কতন্ত্র কায়েম’ করতে চায়: মেজর হাফিজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম
‘আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। সেই স্বাধীনতাকে আওয়ামী লীগ ধুলিস্যাৎ করেছে। তারা একনায়কতন্ত্র কায়েম করতে চায়। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশের পদলেহনে সরকার ব্যস্ত। এজন্য আমরা যুদ্ধ করেছিলাম? আজকে সব মুক্তিযোদ্ধার এটা প্রশ্ন।’
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং জেডআরএফ’ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য। কিন্তু দুঃখের বিষয় দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। স্বাধীনতার একবছরের মধ্যে বুঝে গেলাম আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে নষ্ট করেছে। তারা (আওয়ামী লীগ) দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি সেই গণতন্ত্র তারা ধূলিসাৎ করেছে। আওয়ামী লীগ কী ধরনের গণতন্ত্র চায়, তার নমুনা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি। আজকে মানুষের বাক-স্বাধীনতা নেই, ভোট দেওয়ার ক্ষমতা ও বিচার বিভাগের স্বাধীনতা নেই।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘আজকে দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ এখন ভোট দিতে যায় না। আমাদের রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের ছেলেদের গুম করছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজ রাজপথে নেমে এসেছে।
জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী, ডক্টরস অ্যাসোসিশেয়ন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, জেডআরএফর স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।