Logo
Logo
×

বিএনপি

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই

সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

এবাদুর রহমান মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত সাবেক এমপি ও সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তার প্রথম জানাজা বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নেওয়া হবে। মৌলভীবাজার জেলা শহর ও বড়লেখায় তার দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে এবাদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম