Logo
Logo
×

বিচ্ছু

দীর্ঘ কৌতুক

Icon

রাফিয়া আক্তার

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৮:২০ পিএম

দীর্ঘ কৌতুক

প্রতীকী ছবি

তিতলি তার প্রিয় পোষা বিড়ালটির জন্য একটি যুত্সই নাম খুঁজছে। অনেক ভেবে চিনে্ত সিংহ নামটিই পছন্দ হলো তার। এ শুনে বান্ধবী মুনমুন বলল, আরে সিংহের চেয়ে ড্রাগন অনেক শক্তিশালী। তারচেয়ে  তোর বিড়ালের নাম ড্রাগনই রেখে দে।

অতঃপর ড্রাগন নামই রাখা হলো।

এ শুনে বান্ধবী সোমা বলল, ড্রাগন যে আকাশে ভাসে, তার জন্য প্রয়োজন বাতাস এটা জানিস তো? কত ক্ষমতা এই বাতাসের! বেড়ালটার নাম বাতাসই রাখ।' বলাবাহুল্য বিড়ালের নতুন নাম হলো বাতাস।

কদিন পর আরেকজন বলল, একমাত্র বড় দেয়ালই পারে বাতাসকে আটকে দিতে। বোঝো তাহলে দেয়ালের কী হিম্মত! বাতাস নয়, বিড়ালটার নাম হোক দেয়াল।' এ দফায় আবারও বদল হলো নাম।

কিন্তু সেটাও টিকল না বেশিদিন। অন্য এক বান্ধবী বলল, দেওয়াল ফুটো করতে পারে কে সেটা জানো তো?' তিতলি বলল, না, জানি না তো। কে?' 

আরে দেওয়াল ফুটো করার ক্ষমতা একমাত্র ইঁদুরেরই আছে। একবার ভেবে দেখ কত শক্তি এই ইঁদুরের! তোর বিড়ালের নাম ইঁদুর রেখে দে, খুব মানাবে।' অগত্যা বিড়ালটার নতুন নাম হলো ইঁদুর।

শেষে অন্য একজন এসে হাসতে হাসতে বলল, ইঁদুর কার কাছে জব্দ হয় জানো তো? বিড়াল!' শুনে চোয়াল ঝুলে গেল তিতলির। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম