Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

* অতি চালাকের গলায় দড়ি। তাহলে গরু, ছাগল কি খুব চালাক?

তানভীর ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ।
না, তাদের মালিকরা চালাক। তাই নিজের গলায় না বেঁধে গরু-ছাগলের গলায় দড়িটা বঁধে রাখেন!

* দ্রব্যমূল্যে আগুন! ফায়ার সার্ভিসের লোকরা কী করে বলুন তো দেখি?

মো. সেকেন্দার মোল্যা, লোহাগড়া, নড়াইল।

তারাও দ্রব্যমূল্যের আগুনে কাবু থাকেন তো তাই সময়মতো আসতে পারেন না!

* আচ্ছা, বলুন তো দেখি, ঢাকা শহরে সবাই সবার মামা হয় কেন?
মিজান ইবনে মোবারক, আগৈলঝাড়া, বরিশাল।

কারণ মামা হলে মামার পকেট কাটা যায়। মামাতো বোনের সঙ্গে প্রেম করা যায়! 

* কত টাকা দিলে আপনি অবান্তর প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করবেন?
ইমরান খান রাজ, দোহার, ঢাকা।

না না, আমি টাকা-পয়সা  নেই না! তবে ডলারে অফার করলে ভেবে দেখতে পারি।

মহা অবান্তর প্রশ্ন

* বিয়ের উপযুক্ত মেয়ে আছে এমন আত্মীয় বাড়ি বেড়াতে গেলে নিজেকে জামাই জামাই লাগে কেন?

নাঈমুল হাসান তানযীম, খালিয়াজুরী, নেত্রকোনা।

আপনি ক্যারেকটারলেস ডি পটাশিয়াটোমাইসিন' রোগে আক্রান্ত! এখন থেকে এমন আত্মীয় বাড়ি বেড়াতে গেলে চোখ বন্ধ করে রাখবেন। আশা করি রোগ সেরে যাবে! 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম