Logo
Logo
×

বিচ্ছু

বইমেলার আগাম রঙ্গ

Icon

সত্যজিৎ বিশ্বাস

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম

বইমেলার আগাম রঙ্গ

নবীন লেখক : আমার একটা পান্ডুলিপি ছিল, দেখবেন? 
প্রবীণ প্রকাশক : দেখতে হবে না। আপনি বরং আমার প্রকাশনী থেকে বই বের করার নিয়মাবলীটা দেখুন আগে। তারপর বাকি কথা!  
---
নবীন প্রকাশক : স্যার, একটা পান্ডুলিপি যদি দিতেন, আমি আপনাকে...! 
প্রবীণ লেখক : এসব ব্যাপার আমার সহকারী ডিল করে। ওর সঙ্গে কথা বলে নিন।  
--- 
অজনপ্রিয় প্রকাশক : এত চাই তবু একটা পান্ডুলিপি দেন না, আজ আমি ছোট বলে...! 
তারকা লেখক : আরে না রে ভাই, একসাথে ৩টা উপন্যাস, ৪টা উপন্যাসিকা, ৬টা ছোট গল্প, ৭টা কবিতা মাঝপথে এসে আটকে আছে। কোনো লেখাই শেষ করতে পারছি না। ওগুলো শেষ করেই আপনাকে দারুণ কিছু একটা দেবো। 
---
অজনপ্রিয় লেখক : রোমান্টিক, প্যাথেটিক, থ্রিলার, এ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, হরর, ফান, সাইফাই থেকে হাইফাইÑসব টাইপের পান্ডুলিপি রেডি করে বসে আছি। কী হলে এগুলো বই হয়ে আসবে বলতে পারেন?  
জনপ্রিয় প্রকাশক : একটা প্রকাশনী খুলে বসলে!  
--- 
১ম বন্ধু : বইমেলায় এবার সবচেয়ে বড় স্টল দিচ্ছি আমরা। 
২য় বন্ধু : তাই নাকি? তোদের বুকস্টলের নাম কী রে?
১ম বন্ধু : বুকস্টল কে বলল? ফুডস্টল! 
--- 
১ম বন্ধু : বই বের করতে টাকা লাগে, প্রকাশক লাগে। বই বের হওয়ার পর সেগুলো বিক্রি করতে পাঠক লাগে। মাগনা, সহজ কোনো উপায় নেই? 
২য় বন্ধু : আছে তো, ফেসবুক! 
--- 
লেখক বন্ধু : এইবার যে ভয়ের সিরিজটা লিখেছি, যে পড়বে সে-ই ভয়ে আধমরা হয়ে যাবে। 
পাঠক বন্ধু : তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা লিখে ফেল তো। দুটো একসাথে তোর ভাবিকে পড়তে দেবো।
---
১ম বন্ধু : ফেসবুকে লাইক, কমেন্টের তো হা হা কা র অবস্থা। বইয়ের পোস্ট দিলে একটা লাইকও তো পাবো না। কী করি বল তো?
২য় বন্ধু : নিজের বইয়ের প্রচ্ছদের ছবি দিয়ে পোস্টে লেখ-এবার কার কী বই আসছে বন্ধুরা? প্রচ্ছদসহ কমেন্টে দিন। দেখবি লাইক, কমেন্ট কারে কয়!
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম