চাঁদে যাই রে...
লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পাশের দেশের মানুষ চান্দে চইলা গেল, আর আমরা?
হে হে হে... ওরা চান্দে গেছে, আমরা যামু সূর্যে! টেন্ডার সাবমিট করতাছি খাড়া।
কী গো, পূর্ণিমার রাতে ছাদে উঠাইয়া মাটির দিকে তাকাইয়া আছ কেন?
না মানে ছাদ থেকে চাঁদে যাওয়া নাকি মাটিতে নামা-কোনটা বেশি সহজ তাই ভাবতাছি!
বাবা, আমি চান্দে যাইতে চাই। এ জীবনে কী ইচ্ছা পূরণ হবে না?
এই নে চাঁদবাবার তাবিজ। বুড়িগঙ্গার পানির লগে একশ গাছের শিকড় মিশাইয়া খাবি। তোর চান্দে যাওয়া ঠেকায় কে?
পাশের দেশ চাঁদে চলে গেল, আর আমরা খাদে?
আরে ধুর! চাঁদে গিয়া করবটা কী। ওইখানে তো টাকা কামানো ব্যবস্থা নাই!