Logo
Logo
×

রূপচর্চা

শীত আসার আগে যে কাজ করলে আর খুশকি থাকবে না

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

শীত আসার আগে যে কাজ করলে আর খুশকি থাকবে না

আমরা শীতকালে অনেকেই খুশকির সমস্যায় ভুগে থাকি। যদিও শীতের দ্বারপ্রান্তে  আমরা আছি। আর কয়েক দিন পরেই শীত নামতে চলেছে। কিন্তু এখন থেকে স্ক্যাল্পের এভাবে যত্ন নিলে আর খুশকির সমস্যায় ভুগতে হবে না।

সমস্যা শুধু যে চুলের থাকে, তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, গোড়ায় গলদ রয়েছে। অর্থাৎ সমস্যা স্ক্যাল্পের। আপনার স্ক্যাল্পে যদি পর্যাপ্ত পুষ্টি না পৌঁছায়, আর্দ্রতার অভাব থাকে, তখনই চুলে নানা সমস্যা বাড়তে থাকে। যেমন স্ক্যাল্প শুষ্ক হলে হাজারো একটা সমস্যা চেপে ধরে। সবচেয়ে বেশি ভোগায় খুশকি। এর জেরে চুল পড়তে থাকে, মাথায় ত্বক চুলকায়। যেহেতু শীত আসতে চলেছে, তাই আগে থেকেই স্ক্যাল্পের যত্ন নিন। শুষ্ক স্ক্যাল্পের সমস্যা কীভাবে দূর করবেন সে বিষয়ে জেনে নিন। 

গরম পানি একদম নয়—

গোসলের সময় গরম পানি ব্যবহার একদমই না। কারণ প্রয়োজনে উষ্ণ পানি ব্যবহার করুন। এতে স্ক্যাল্পের পাশাপাশি ত্বকও ভালো থাকবে। অতিরিক্ত গরম পানি মাথায় ঢাললে স্ক্যাল্পের সমস্যা বাড়ে। পাশাপাশি চুলও আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে চুল নিস্তেজ ও প্রাণহীন হয়ে পড়ে। 

শ্যাম্পু ব্যবহার করুন হালকা—

আপনার চুলের যত্নে হালকা শ্যাম্পু ব্যবহার করুন। বেশি ক্ষার রয়েছে, এমন শ্যাম্পু ব্যবহার করলে চুলের বারোটা বাজবেই। পাশাপাশি স্ক্যাল্পেও নানা সমস্যা দেখা দেবে। সালফেট মুক্ত শ্যাম্পু দিয়েই স্ক্যাল্প ও চুল পরিষ্কার করুন। এ ছাড়া শ্যাম্পু করার সময় আঙুল দিয়ে স্ক্যাল্প ভালো করে ম্যাসাজ করুন।

নারিকেল তেলের সঙ্গে বন্ধুত্ব পাতান—

নারিকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্প ও চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ বার নারিকেল তেল স্ক্যাল্পে মালিশ করতে পারেন। সবচেয়ে ভালো হয়, যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল ও স্ক্যাল্পে নারিকেল তেল মালিশ করেন। এই তেল আপনার স্ক্যাল্পের শুষ্ক ভাব কমাবে।

মধুর সাহায্য নিন—

স্ক্যাল্প শুষ্ক থাকলে সেখানে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। এ সমস্যা দূর করতে পারে মধু। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের শুষ্ক ভাব, চুলকানি দূর করতে সাহায্য করে। পানির মধ্যে মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম