Logo
Logo
×

রূপচর্চা

চুল বাড়াতে যেভাবে লবঙ্গ ব্যবহার করবেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম

চুল বাড়াতে যেভাবে লবঙ্গ ব্যবহার করবেন

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লবঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে। রান্নায় যেমন চমৎকার সুগন্ধ নিয়ে আসে লবঙ্গ, তেমনি চুলের ফলিকলকে পুষ্ট করার জন্যও এর রয়েছে বড় ভূমিকা। মাথার ত্বককে প্রদাহ থেকে দূরে রাখার পাশাপাশির চুলের বৃদ্ধিকেও উৎসাহিত করে লবঙ্গ। 

আপনার চুল পড়া, খুশকি কিংবা মাথার ত্বকের নানা ধরনের সমস্যা দূর করে লবঙ্গ। এই লবঙ্গ অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে, চুলের বৃদ্ধির প্রক্রিয়া এবং সক্রিয় চুলের ফলিকলে পুষ্টি জোগায়। এতে আপনার চুলের যত্নে কীভাবে লবঙ্গ ব্যবহার করবেন তা জেনে রাখা উচিত। 

দুই কাপ ফুতং পানিতে ২ টেবিল চামচ লবঙ্গ দিয়ে ৫ থেকে ৬ মিনিটের জন্য ফুটান। চুলা থেকে নামিয়ে রেখে দিন সারারাত। পরদিন সকালে পানি ছেঁকে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। 

চুল শ্যাম্পু করা শেষে কন্ডিশনার ব্যবহার করুন। একেবারে শেষে লবঙ্গের পানি ঢেলে দিন মাথায়। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন। মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। চুল ধুয়ে ফেলুন এবং বাতাসে শুকিয়ে নিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম