Logo
Logo
×

ব্যাংক

ফেব্রুয়ারিতে রিজার্ভ বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:০৪ পিএম

ফেব্রুয়ারিতে রিজার্ভ বাড়ল

দেশের বৈদেশিক মুদ্রা খরচের চেয়ে আয় বেশি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। গত এক মাসের ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে ৯৫ কোটি ডলার।

রোববার দিনের শুরুতে রিজার্ভ বেড়ে হয় ২ হাজার ১৯ কোটি ডলার, যা গত ফেব্রুয়ারির শুরুতে নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৯৬ কোটি ডলার।রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় দেশের রিজার্ভ বাড়ছে।

এদিকে চলতি মাসের আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধ করতে হবে। প্রতি দুই মাস পর পর এই দেনা পরিশোধ করা হয়। এর মাধ্যমে নয়টি দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ দুই মাসের বাকিতে পণ্য আমদানি রপ্তানি করে। দুই মাস পর পর হিসাব করে দেনা পাওনা সমন্বয় করে। 

আকুর মাধ্যমে বাণিজ্যে বাংলাদেশ প্রতি কিস্তিতে দেনা শোধ করে। কারণ, আকুর সদস্য দেশগুলোতে বাংলাদেশ রপ্তানির চেয়ে আমদানি বেশি করে। 

এবার জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ আবার কমে ১৯ বিলিয়ন ডলারে নামতে পারে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর দেনা বাবদ পরিশোধ করা হয়েছিল ১২৭ কোটি ডলার।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম