Logo
Logo
×

ব্যাংক

নীতি সুদহার আরও বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:২১ পিএম

নীতি সুদহার আরও বাড়ল

মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বা রেপো রেট আরও বাড়ানো হয়েছে।৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।আগামী ২৭ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।২০২২ সালের মে মাসের পর থেকে এ নিয়ে ১১ বারের মতো নীতি সুদহার বাড়ানো হলো।

মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে ঋণ নিয়ে থাকে তাকে নীতি সুদহার বা রেপো রেট বলে।

এদিকে মূল্যস্ফীতি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, সেপ্টেম্বরে বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি কিছুটা কমেছে এবং এক মাস আগে ১০ দশমিক ৪৯ শতাংশ থেকে ৯ দশমিক ৯২ শতাংশ হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম