Logo
Logo
×

ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসাবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে। 

বৃহস্পতিবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। 

একই আদেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসাবে মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা আগের মুখপাত্র মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন। মুখপাত্র হিসাবে মনোনীত হুসনে আরা শিখা ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসাবে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম