কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত বিশেষ তহবিলের বিপরীতে দেওয়া ঋণের বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাংকগুলো গ্রাহকদের মধ্যে যেসব কৃষি বা পল্লী ঋণ বিতরণ করছে তার বিপরীতে বাড়তি কোনো সুদ বা চার্জ আরোপ করা যাবে না। ওইসব ঋণের অংশ বা সম্পূর্ণ নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক পরিশোধ করতে না পারলেও ঋণের মেয়াদের মধ্যে কোনো বাড়তি সুদ বা চার্জ আদায় করা যাবে না। কেবল ওইসব ঋণের বিপরীতে তহবিলে ঘোষিত নির্ধারিত হারে সুদ বা মুনাফা আদায় করতে হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নের গঠিত বিশেষ তহবিল থেকে পল্লী ও কৃষি খাতে ঋণের জোগান বাড়াতে কম সুদে ঋণ দেওয়া হয়। গ্রাহকরা এসব ঋণ নির্ধারিত কিস্তিতে পরিশোধ করতে না পারলেও কিংবা ঋণের নির্ধারিত মেয়াদের মধ্যে মেয়াদোত্তীর্ণ হলেও এর বিপরীতে কোনো বাড়তি সুদ বা চার্জ আরোপ করা যাবে না।