স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মিজানুর সম্পাদক মনির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৮:৫০ পিএম
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের ভোটে সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক গাজী মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শওকত হোসেন সজল।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনির আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ইসমাইল হোসেন সিরাজী।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু গবেষক মেজর (অব.) মোহাম্মদ আফিজুর রহমান।
সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন। নির্বাচনে ২টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ৬৫২ জন।
পরিষদের নবনির্বাচিত সভাপতি গাজী মিজানুর রহমান ও সম্পাদক মনির আমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা ছিল অর্থনৈতিক মুক্তির মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন মানুষকে সেবার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। বাংলাদেশকে একটি সফল রাষ্ট্রে পরিণত করা। জননেত্রীর ভিশন-২০৪১ সফল করতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সব নেতাকর্মী কাজ করবে।