Logo
Logo
×

ব্যাংক

ছুটির দিনে শিল্প এলাকায় সীমিতভাবে ব্যাংক খোলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১০:২০ পিএম

ছুটির দিনে শিল্প এলাকায় সীমিতভাবে ব্যাংক খোলা

ফাইল ছবি

ঈদের আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন সাপ্তাহিক ও সরকারি ছুটি। এ সময় পোশাক খাতের জন্য শিল্প ও বাণিজ্যিক এলাকায় সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকছে।

মূলত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গি, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা আছে। সম্প্রতি ব্যাংকগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে সেবা প্রদানের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। লেনদেন চলে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আজ শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার শবে কদরের ছুটির দিনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। সোমবার ২৮ রোজায় ব্যাংকে স্বাভাবিক লেনদেন হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম