নারী উদ্যোক্তাদের ঋণ আদায় বাড়াতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ৫ শতাংশ সুদে দেওয়া ঋণ নিয়মিত আদায়ে উৎসাহিত করতে ১ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক ও নিয়মিত ঋণ আদায় বা পরিশোধ করবে তাদের প্রত্যেককে এ প্রণোদনা দেওয়া হবে।
এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, কোনো ঋণখেলাপি গ্রহীতা এই প্রণোদনা পাবেন না। তবে ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে।
নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে একটি বিশেষ তহবিল গঠন করেছে। ওই তহবিলের আওতায় গ্রাহকদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।