Logo
Logo
×

সারাদেশ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’—বলা আ.লীগ নেতা গ্রেফতার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’—বলা আ.লীগ নেতা গ্রেফতার

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ এমন বক্তব্য দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো ভাইরাল হয়ে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কামরুল হাসান খোকন। ভাইরাল হওয়া সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানী ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক এ সভাপতিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে আদাবর থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রাজ্জাক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খোকন নামের সাবেক ছাত্রলীগ নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হওয়া মামলাটি রাজনৈতিক। মামলা নাম্বার ১৮।’

খোকন ২০২৪ সালের ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। নির্বাচনে জয়ী হতে পারেননি খোকন।

ঠাকুরগাঁও জেলা শহরের সাহাপাড়া মহল্লার বাসিন্দা খোকন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোকন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। এ ছাড়া তিনি বহু রোগে আক্রান্ত। মানসিকভাবেও তিনি সুস্থ নন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম