ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না: বাহাউদ্দিন নাছিম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম
![ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না: বাহাউদ্দিন নাছিম](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/26/image-830624-1722009000.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। সঠিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না।
শুক্রবার ঢাকা-৮ আসনের পাঁচটি থানা ও নয়টি ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু প্রমুখ।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদী শক্তি এখনো ঘাপটি মেরে আছে। সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। তাদের নৈরাজ্য করার কোনো সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান লন্ডনে বসে নতুন নতুন চক্রান্ত করছে। জনগণ কষ্ট পেলে তারেক রহমান আশার আলো দেখে। দেশ অস্থিতিশীল হলে তারেক রহমান অবৈধপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।