
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম
ঢাকা মহানগর আ.লীগ দক্ষিণে স্বপদে রিয়াজ, উত্তরের দেলোয়ার বহিষ্কার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পিএম

রিয়াজউদ্দিন রিয়াজ। ফাইল ছবি
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজকে স্বপদে বহাল করা হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াজ উদ্দিন রিয়াজের বিরুদ্ধে আনীত অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার তদন্ত কমিটি কর্তৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে পুনরায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে বহাল করা হলো।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য একেএম দেলোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এ সিদ্ধান্ত নেন।