হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না বিএনপি: পানিসম্পদ উপমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
শামসুল হক টুকু বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। যত বাধাই আসুক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।