Logo
Logo
×

আওয়ামী লীগ

মনোনয়নপত্র জমা দিলেন আরাফাত, আচরণবিধি ভঙ্গের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৬:০০ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন আরাফাত, আচরণবিধি ভঙ্গের অভিযোগ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে আরাফাতের বিরুদ্ধে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রার্থী আরাফাতের সঙ্গে অন্তত ১০ জন লোক দেখা যায়। এ ছাড়া ইটিআই ভবনের নিচে শতাধিক লোক আরাফাতের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

এ অভিযোগ অস্বীকার করে আরাফাত সাংবাদিকদের বলেন, ‘আমি পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিইনি। চারজন ছিলেন আমার সঙ্গে কচি ভাই, বজলু ভাই, ওয়াকিল উদ্দিন সাহেব ও মেরি আপা। তাদের বাইরে কারা ছিলেন, কারা এসেছেন, সেটা আমার দায়িত্ব নয়।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন আসতে পারেন। আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনই এসেছিলেন। এখানে সাংবাদিক বেশি ছিলেন। এজন্য কে সাংবাদিক, কে প্রার্থীর লোক- তা বুঝা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম