Logo
Logo
×

অস্ট্রেলিয়া মহাদেশ

অস্ট্রেলিয়া উপকূলে

বিশাল ঢেউয়ের আঘাতে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম

বিশাল ঢেউয়ের আঘাতে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ জন

অস্ট্রেলিয়ায় ইস্টার (সানডে) ছুটির শুরুতেই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির পূর্ব উপকূলে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ায় সৈকতে ছুটি কাটাতে যাওয়া কমপক্ষে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে দু’জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার নিউ সাউথ ওয়েলসের দক্ষিণের তাথরা শহরের উপকূলে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। এর একদিন আগেই একজন ৫৮ বছর বয়সি জেলে এবং আরও দুই ব্যক্তি পৃথক ঘটনায় ডুবে মারা যান।

অন্যদিকে সিডনির উপকূল থেকে এক ব্যক্তিকে বিশাল ঢেউ টেনে নিয়ে গেছে—তিনি এখনো নিখোঁজ।

ভিক্টোরিয়ার সান রেমোতে একদল মানুষ সাগরে ভেসে গেলে এক নারীর মৃত্যু হয় ও একজন পুরুষ নিখোঁজ হন। অপর এক নারী নিজে নিজেই তীরে ফিরতে সক্ষম হন।

ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী জাসিন্টা অ্যালান একে ইস্টার ছুটির জন্য ‘ভয়াবহ ঘটনা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটি খুবই মর্মান্তিক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। এখনো হয়ত আরও খারাপ খবর আসতে পারে’।

সতর্কবার্তা ও পরামর্শ:

এমন পরিস্থিতিতে সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়া নামক দাতব্য সংস্থার প্রধান অ্যাডাম ওয়েইয়ার জানিয়েছেন, গত ১০ বছরে ৬৩০ জন মানুষ অরক্ষিত সৈকতে ডুবে মারা গেছেন। 

তিনি বলেন, ‘ছুটির সময় মানুষ সৈকতে আসে আনন্দ করতে। কিন্তু সৈকতের বিপদগুলো সহজে চোখে পড়ে না। তাই আমরা বলছি– থামুন, দেখুন, সতর্ক থাকুন– তাহলেই প্রাণ রক্ষা পাবে’।

সতর্কতা ও নিরাপত্তা উপদেশ:

  • শুধু রক্ষীরাই সৈকতে নামুন;
  • পানিতে নামার আগে সর্তকতা চিহ্ন লক্ষ্য করুন;
  • ঢেউয়ের গতি ও স্রোত বুঝে তবেই এগোন;
  • শিশুরা যেন একা না থাকে।

এদিকে, ইস্টার ছুটির শুরুতেই এমন ভয়াবহ বিপর্যয় অস্ট্রেলিয়ার উপকূলবর্তী জনপদের মানুষজনকে আতঙ্কিত করে তুলেছে। উপকূল রক্ষীরা সতর্ক পাহারায় রয়েছেন এবং উদ্ধার অভিযান এখনো চলছে।

অস্ট্রেলিয়া ইস্টার সানডে উপকূল বিশাল ঢেউ সৈকত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম