
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:০৭ এএম
‘চারদিন বাঁচবেন’ ব্রিটিশ প্রিন্সের বিরুদ্ধে অভিযোগকারী সেই নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম

যৌন অপরাধী জেফরি এপস্টাইনের শিকার এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী ভার্জিনিয়া জিউফ্রে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন। ৪১ বছর বয়সি এই নারী জানিয়েছেন, সম্প্রতি একটি স্কুল বাস তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তার কিডনি এবং মূত্রনালী অকার্যকর হয়ে যায়। চিকিৎসকরা তাকে মাত্র চার দিনের জীবনসীমা দিয়েছেন।
এ নিয়ে ভার্জিনিয়া সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। অস্ট্রেলিয়ান এই নারী লিখেছেন— ‘তারা আমাকে মাত্র চার দিন সময় দিয়েছে। এখন আমাকে ইউরোলজির বিশেষায়িত হাসপাতালে পাঠানো হচ্ছে।’
জিউফ্রে দাবি করেছেন, যখন তিনি একটি বাঁক নেওয়ার জন্য তার গাড়ির গতি কমাচ্ছিলেন, তখনই একটি স্কুল বাস ১১০ কিমি/ঘণ্টা (৬৮ মাইল) গতিতে তার গাড়িকে ধাক্কা দেয়। তবে তিনি দুর্ঘটনার স্থান বা সময় সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি।
তিনি আরও লেখেন—‘আমি চলে যেতে প্রস্তুত। তবে তার আগে আমার সন্তানদের শেষবারের মতো দেখতে চাই। কিন্তু জানেন তো, আশা-ভরসার কথা? এক হাতে আশার কথা বলুন, আর অন্য হাতে শূন্যতা রাখুন—শেষে যা থাকবে, তা শূন্যতাই।’
৪২ বছরের ভার্জিনিয়া জিউফ্রে এ সময় তার আদরের তিন সন্তান ও প্রাক্তন স্বামী রবার্ট জিউফ্রের কথা উল্লেখ করে বলেন— ‘আমি শুধু আমার বাচ্চাদের একবার দেখতে চাই।’
সেই সঙ্গে তিনি সবাইকে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আপনার গাড়ি যা দিয়েই তৈরি হোক না কেন, যখন একটি স্কুল বাস ১১০ কিমি গতিতে ধেয়ে আসে, তখন তা টিনের ক্যানের মতোই দুর্বল হয়ে পড়ে।’
এদিকে ভার্জিনিয়ার মুখপাত্র ডিনি ভন মুফলিং সিএনএন-কে বলেন— ‘ভার্জিনিয়া ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সবার সহানুভূতি ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।’
ভার্জিনিয়া ও প্রিন্স অ্যান্ড্রু
ভার্জিনিয়া জিউফ্রে ছিলেন জেফরি এপস্টাইনের অন্যতম অভিযোগকারী। তিনি দাবি করেছিলেন, এপস্টাইন তাকে কিশোর বয়সে পাচার করে যৌন নির্যাতনের শিকার করেছিলেন এবং এতে প্রিন্স অ্যান্ড্রুও জড়িত ছিলেন।
প্রিন্স অ্যান্ড্রু অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে ২০২১ সালে জিউফ্রে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০২২ সালে তারা একটি গোপন আর্থিক চুক্তিতে পৌঁছান।