Logo
Logo
×

আন্তর্জাতিক

১০০ আবেদনের পর চাকরি পেয়েও ১০ মিনিটে পলায়ন তরুণীর, নেপথ্যে কী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম

১০০ আবেদনের পর চাকরি পেয়েও ১০ মিনিটে পলায়ন তরুণীর, নেপথ্যে কী

ছবি: এআই

চাকরি এখন সোনার হরিণ—হাড়ে টের পেয়েছিলেন সোফি ওয়ার্ড। এক দুই করে একশটা আবেদন করলেন। সোফিকে কোনো কোনো কোম্পানি ডেকেও নেয়, কিন্তু দুই তিনবার করে ভাইবা নিলেও চাকরি আর জুটেনি। হন্যে হয়ে যখন ছুটছিলেন তখন সোফি একটা চাইল্ডকেয়ারে চাকরি পান। কিন্তু সেই বহুল আকাঙ্ক্ষিত চাকরির বয়স হয়েছিল মোটে ১০ মিনিট।

চাকরি পেয়েও কেন ছেড়ে দিলেন? বন্ধুমহল থেকে হাজারো জনের কাছে এই প্রশ্ন শুনেছিলেন সোফি। মনের ভেতরে জমা ক্ষোভ ঝাড়তে তাই বেছে নিলেন গণমাধ্যম। নিউজ ডটকম এইউ’কে সবকিছু খোলাশা করেছেন সোফি। কারণ হিসেবে যা শুনিয়েছেন তাতে খানিকটা হেসেও উঠতে পারেন!

সোফির চাকরিটা খুব করে দরকার ছিল। যেখানেই লোক নিচ্ছিল, সেখানেই সিভি পাঠিয়ে দিয়েছিলেন এই ব্রিটিশ তরুণী। তবে অস্ট্রেলিয়ায় তার কোনো কর্মসংস্থান মেলেনি। একদিন হুট করেই কল আসে তার ফোনে। চাকরির একটা সুযোগ আছে। সাতপাঁচ না ভেবে সোফি ‘হ্যাঁ’ বলে দেন। কিন্তু প্রথম দিন কাজ করতে গিয়েই পড়েন বিড়ম্বনায়।

সোফি ওয়ার্ড সেই চাকরিটাও করতে পারেননি— সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ান গণমাধ্যমটিকে সোফি জানান, অনেক খোঁজাখুজির পর একটি শিশু পরিচর্যা সংস্থার ডাক পান। প্রথম দিন কাজের জায়গায় গিয়ে চেষ্টা করেন মানিয়ে নিতে। ১০ মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন এই কাজটির জন্য তিনি যোগ্য নন। তল্পিতল্পা ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যান সোফি।

১০ মিনিটে পালিয়ে যাওয়ার কারণ কী? ৩২ বর্ষী সোফি বলেন, ‘আমি পালিয়েছি কারণ কখনও এমন শিশুদের দেখিনি। দশজন বাচ্চা যে যার মতো পারছে চিৎকার করছে, কান্না করছে, সেই রুমে ছিলাম। এটা আমি নিতে পারিনি।’ সোফি এতটা বিরক্ত হয়েছিলেন যে নিজের জন্য নেওয়া টিফিনও সেখানে রেখে এসেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম