Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হাঙরের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার উরিম বিচে এ ঘটনা ঘটে। মঙ্গলবার কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। 

সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ব্রিসবেনের ঠিক উত্তরে উরিম বিচে গুরুতর হাঙরের কামড়ের ঘটনার খবর পান প্যারামেডিকরা। এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। 

পুলিশ জানিয়েছে, হাঙরের আক্রমণে ওই কিশোরী গুরুতর জখম হয় এবং বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

পুলিশ আরও জানিয়েছে, মেয়েটি উরিম বিচ থেকে কিছুটা দূরে ব্রিবি দ্বীপের পানিতে সাঁতার কাটার সময় হাঙর তাকে আক্রমণ করে। এ সময় তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে হাঙরটি ওই কিশোরীর হাতে কামড় দেয়। তবে এটি কোন প্রজাতির হাঙর, তা শনাক্ত করা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম