
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৮ এএম
ফিলিপাইনকে হুঁশিয়ারি দিয়ে যা বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

আরও পড়ুন
চীনের সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে। চীনা পিপলস লিবারেশন আর্মির (PLA) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি অ-আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে।
জুনলি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে’।
চীনা সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি, যেন তারা কোনো উসকানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা না করে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর না বাড়ায়। বাইরের শক্তির ওপর নির্ভর করা তাদের জন্য লাভজনক হবে না’।
চীনের এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ ‘কমিউনিস্ট চীন’ থেকে আসা হুমকির বিরুদ্ধে ম্যানিলাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এখন দেখার বিষয়, দক্ষিণ চীন সাগরে চীনের এই সামরিক মহড়া ও হুমকির কী জবাব দেয় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। সূত্র: আনাদোলু