
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম
থাইল্যান্ডে ভূমিকম্প: মুহূর্তে ধসে পড়ল ৩০ তলা ভবন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মিয়ানমারে ২০ জনের প্রাণহানি ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শহরে।
এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে নির্মাণাধীন একটি ৩০ তলা সরকারি অফিস ভবন ধসে পড়েছে। সেখানে কর্মরত অন্তত ৪৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ। উত্তর ও মধ্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রচারিত একটি ভিডিওতে ভবনগুলোকে দুলতে দেখা গেছে। আতঙ্কে লোকজন রাস্তায় ছোটাছুটি করছেন। শুক্রবার দুপুরে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ব্যাংককে। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের একটি ভবন পুরোটাই ধসে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ৩০ তলা সরকারি অফিস ভবনটি সম্পূর্ণরূপে ধসে পড়ছে। স্থানীয়রা ভবনটির ধসে পড়ার ছবি মোবাইলে ধারণ করছেন।
পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা ডুয়াংজাই এএফপিকে বলেন, ‘আমি ঘরে ঘুমাচ্ছিলাম। ভূমিকম্প টের পেয়ে যত দ্রুত সম্ভব ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসি।’
ভিডিওতে দেখা গেছে, একটি বড় বহুতল ভবনের ছাদ থেকে সুইমিং পুলের পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির ছোট সুইমিং পুলের পানি প্রচণ্ডভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে, যা দেখতে সুনামির মতো।
ব্যাংককে ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েককটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে। অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে। ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হন।
এদিকে ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের মান্দালয় শহরে একটি মসজিদ ধসে পড়ার ফলে অনেকে হতাহত হয়েছেন। যাদের মধ্যে অনেকে নামাজ আদায় করছিলেন।শহরটিতে উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশও এ ভূমিকম্প অনূভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহরের ১৬ থেকে ১৮ কিলোমিটারের মধ্যে, যা রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।