Logo
Logo
×

আন্তর্জাতিক

পার্লামেন্টের ভোটে টিকে গেলেন জাপানের প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

পার্লামেন্টের ভোটে টিকে গেলেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে শিগেরু ইশিবা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।সোমবার পার্লামেন্টের এক বিশেষ ভোটে তিনি জাপানের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন।

রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন। 

গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। ফলে ইশিবার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে পার্লামেন্টারি ভোটে উতরে যাওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন তিনি। 

ইশিবা এবার যে সরকার গঠন করবেন,তা হবে একটি সংখ্যালঘু সরকার, যার কারণে বিরোধী দলগুলোর দাবিগুলোকেও তাকে বিবেচনায় নিতে হবে।ইশিবা এলডিপির নেতা হলেও, সংসদের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।ফলে নতুন কোনও বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে।ফলে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

ইশিবা তার দলের ভেতরে খোলামেলা সমালোচনা করার জন্য যথেষ্ট পরিচিত।এই কারণে জনগণের কাছে তিনি প্রশংসিত হলেও দলের কিছু নেতার কাছে তিনি বিরাগভাজন হয়েছেন। তবে, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সংস্কারের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম