Logo
Logo
×

এশিয়া

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা কিমের

কিম জং উন

পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 

কিম জং-উন বলেন, উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এ জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম