Logo
Logo
×

এশিয়া

মিয়ানমারে বেসামরিকদের ওপর আবারও বিমান হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১০:৪৭ পিএম

মিয়ানমারে বেসামরিকদের ওপর আবারও বিমান হামলা

গত বছরের অক্টোবরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সেনাবাহিনীকে আক্রমণ করার পর থেকে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘর্ষ বেড়েছে। এ রাজ্যে প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে সেনারা। যার ফলে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বেসামরিক নাগরিকরা। 

সোমবার ভোরে মিনবিয়ার প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) উত্তরে একটি প্রধান রোহিঙ্গা গ্রাম থার দারে বেসামরিকদের ওপর আবারও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। মঙ্গলবার আলজাজিরার খবরে বলা হয়েছে, এ হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

অশান্ত দেশটির রাখাইন রাজ্যের গ্রামগুলোতে ক্রমাগত বিমান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেছেন, ১০ জন পুরুষ, ৪ জন নারী এবং ১০ শিশু নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা বলেন, বিস্ফোরণে ২৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মিনবিয়া টাউনশিপে সেনাবাহিনীর চলমান বিমান হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

জাতিসংঘের প্রধানের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতি ঘটাচ্ছে। পূর্বে বিদ্যমান দুর্বলতা ও বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন তিনি। 

মুসলিম রোহিঙ্গারা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে কয়েক দশক ধরে নিপীড়নের সম্মুখীন হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে রাখাইনে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৭ সালের সামরিক দমন অভিযানের ফলে লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে এসেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম