আফগানস্থানে প্রতি ২ ঘণ্টায় একজন গর্ভবতীর মৃত্যু হচ্ছে। মাসের শুরুতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারেক পরিসংখ্যানটি প্রকাশ করেছেন। তালেবান শাসনের কড়া নিষেধাজ্ঞায় নারীদের পরিস্থিতি বেশ করুণ দেশটিতে। ক্ষমতাসীনদের নানা ফতোয়ায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অসংখ্য গাইনি ডাক্তার।
ফলে চিকিৎসাসেবার জন্য ডাক্তার পাওয়া যাচ্ছে না। এমনকি গর্ভকালীন সময়ে মোবাইলে যারা চিকিৎসাসেবা নিতে চান তাও বন্ধ করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নই। অনেকেরই হাসপাতালগুলোর খরচ বহন করার সামর্থ্য নেই। এছাড়াও গর্ভকালীন সময়ে সহিংসতা, খাদ্য নিরাপত্তাহীনতা, মনস্তাত্ত্বিক চাপে পড়ে অনেকের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকে। এএফপি।