Logo
Logo
×

এশিয়া

খামার থেকে পালাল ৭৫ কুমির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ এএম

খামার থেকে পালাল ৭৫ কুমির

চীনের দক্ষিণাঞ্চলের একটি প্রজনন খামার থেকে ৭৫টি কুমির বেরিয়ে গেছে বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। টাইফুন হাইকুইয়ের কারণে সৃষ্ট বন্যায় গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি হ্রদ উপচে পড়লে এ ঘটনা ঘটে।

বেরিয়ে যাওয়া কুমিরগুলোর কয়েকটিকে পুনরুদ্ধার করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ ‘নিরাপত্তার কারণে’ অন্যগুলোকে গুলি বা বিদ্যুৎস্পৃষ্ট করেছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, আটটি সরীসৃপকে এ পর্যন্ত ধরা হয়েছে।

এছাড়া খামারের কাছের গ্রামবাসীকে বাড়িতে নিরাপদে থাকতে বলা হয়েছে। মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো অনুসারে, বন্যার পর থেকে ৬৯টি প্রাপ্তবয়স্ক এবং ছয়টি ছোট কুমির খামার থেকে বেরিয়ে গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, কিছু সরীসৃপ এখনো গভীর পানিতে রয়েছে। তাদের খুঁজে বের করতে সোনার যন্ত্রপাতি ব্যবহার করছে জরুরি পরিষেবাগুলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম