
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৭ এএম
নারী কাবাডির গর্ব যুগান্তর স্বজনের রূপালী

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম
-67d6fe6bdb754.jpg)
আরও পড়ুন
এশিয়ান গেমস নারী কাবাডি ও জাতীয় নারী কাবাডিতে বিশেষ অবদান রাখায় মুক্তাগাছা স্বজনের পৌর ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী কাবাডি দলের সদস্য রূপালী আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার মুক্তাগাছা স্বজন সমাবেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে রূপালী আক্তার বলেন, স্বজনের ক্রীড়া সম্পাদক বজলুল রশীদের মাধ্যমে কাবাডিতে হাতেখড়ি আমার। বিভিন্ন সময় দলের অন্য খেলোয়াড়দের কাছে আগে শুনতাম তাদের সংবর্ধনায় এবং কত কী দেওয়া হয়েছে; কিন্তু আমাকে কখনো নিজ এলাকা ও ময়মনসিংহ থেকে কিছুই করা হয়নি। এই প্রথম আমার জন্মস্থান মুক্তাগাছা থেকে সংবর্ধনা দেওয়া হলো। আমার আর কোনো আক্ষেপ নেই। আমি ভীষণভাবে খুশি হয়েছি। সামনে কাবাডির বিশ্বকাপ খেলা রয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এবার স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে কিন্তু সামনের দিনে বড় করে আয়োজন করা হবে। তবে সবসময় রূপালীর পাশে থাকবে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বজনের সভাপতি সাইফুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং স্বজন সাহিত্য সম্পাদক ফেরদৌস তাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মোশারফনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল ও একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, আইসিটি অফিসার মঞ্জুরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক এরশাদুর রহমান খান, এলজিডি অফিসার রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুক্তাগাছার সহ-সভাপতি রুহুল আমিন, স্বজনের ক্রীড়া সম্পাদক বজলুর রশীদ এবং স্বজনের জিহাদ, এনামুল হক ও সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, মুক্তাগাছার মনিরাম বাড়ির জালাল উদ্দীনের মেয়ে রূপালী আক্তারের ঝুলিতে রয়েছে অনেক অর্জন। যার অন্যতম ২০২০ সালে আইজিপি কাপের সেরা খেলোয়াড়, ২০২১ সালে নারী করপোরেট মহিলা লীগের সেরা ক্যাচার, ২০২২ সালে ১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণ, ২০২৫ বিজয় দিবস কাবাডি টুনামেন্ট ২য় স্থান অর্জন, ২০২৫ সালে ৬ষ্ঠতম এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চপদক অর্জন।