
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩১ এএম
ইজতেমায় স্বজন সমাবেশের ওষুধ, পানি ও শুকনো খাবার বিতরণ

অলিদুর রহমান অলি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

আরও পড়ুন
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বসেছিল বিশ্ব ইজতেমা। প্রতি বছরের মতো এ বছররও ইজতেমায় ওষুধ, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে স্বজন সমাবেশের টঙ্গী শাখার পক্ষ থেকে। দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবাও।
স্বজন সমাবেশের স্বেচ্ছাসেবকরা ইজতেমায় আসা মুসল্লিদের আপন হয়ে ওঠেন।
দুই পর্বে হওয়া ইজতেমায় কয়েকহাজার মুসল্লিকে সেবা দেয় স্বজন সমাবেশের পক্ষ থেকে।
যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার উপদেষ্টা ও সাবেক ছাত্রদল নেতা শাহীন
হোসেনের সহযোগিতায় মুসল্লিদের সহায়তা করেন টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান
অলি, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম
থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জালাল খলিফা, হোসেন মার্কেট পরিচালনা কমিটির উপদেষ্টা
শাহজাহান মিয়া, সভাপতি হাজী মনির, হাজী আলতাব হোসেন, জুয়েল মাল, শহীদুল্লাহ সরকার,
হাজী ইমরান হোসেন, আলাউদ্দিন মোল্লা, মাওলানা রফিকুল ইসলাম, খাজা নাজিম উদ্দিন, শাহজাহান
মৃধা, স্বজন জেসমিন কেয়া, মাহবুবুর রহমান জিলানী, মির্জা নাদিম, মো. সবুজ মিয়া, মোরশেদা
আক্তার, তাহমিদ হোসেন মাহিন, সাগর, আদিত হোসেন, সুমিত, আরমান, আলমগীর, আব্দুল হাই,
সুমন, নীরব, খালিদ বিন ওয়ালিদ অয়ন প্রমুখ।