
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৩ এএম
রাঙ্গুনিয়ায় যুগান্তর স্বজন সমাবেশের শাখার সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০১:২৮ এএম

আরও পড়ুন
যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে থানা সদরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া স্বজনের আহ্বায়ক সনজীব সুশীল এর সভাপতিত্বে ও রবিউল মোস্তফা মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি ও স্বজনের সমন্বায়ক আব্বাস হোসাইন আফতাব।
এসময় আলোচনায় অংশ নেন রাঙ্গুনিয়া স্বজনের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, কে এম কুতুবুল আহসান, সদস্য মোরশেদুর রহমান, সানজিদা আকতার।
সভায় কার্যকরী কমিটি গঠনের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সদস্য সংগ্রহ, নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১ ফেব্রুয়ারি যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।