মুক্তাগাছায় স্বজনদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট
সোহেল রানা, মুক্তাগাছা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল/ মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ দলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে মুক্তাগাছা ক্রীড়া ফেডারেশন ও স্বজনের সহসভাপতি মোর্শেদ রাসেল।
মোর্শেদ রাসেলের সভাপতিত্বে এবং গোলাম রাব্বি তুহিনের সঞ্চালনায় সোমবার বিকালে সরকারি আর. কে স্কুল খেলার মাঠে মাসব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ, মুক্তাগাছা ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও আল খিদমাহ হাসপাতালের পরিচালক মাহফুজুর রহমান বাবুল।
এ সময় অন্যদের মাঝে উপজেলা আবাহনী ক্রীড়া চক্রের সহসভাপতি বিমল দেবনাথ, কাঠগড় স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন, উপজেলা প্রেসক্লাব ও স্বজন সমাবেশের সভাপতি সাইফুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। লীগ ভিক্তিক এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আগামী মার্চ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হবে।