শিক্ষা সফরে টঙ্গী স্বজন সমাবেশ
নাহিদা ইসলাম ইয়াসমিন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
মানুষ স্বভাবতই ভ্রমণপিপাসু। ভ্রমণের কথা শুনলে মনটা আনন্দে উদ্বেলিত হয় না এমন মানুষ পাওয়া দুষ্কর। আর তা যদি হয় শিক্ষা সফর, তাহলে তো কথাই নেই। জ্ঞানার্জনের জন্য দুটি প্রথা সমাজে বেশি প্রচলিত। একটি বইপড়া, অন্যটি ভ্রমণ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন সময় শিক্ষা সফরের আয়োজন করে থাকে।
গত ২৭ জানুয়ারি রোজ শনিবার, নারায়ণগঞ্জ জেলার সূবর্ণগ্রামে দিনব্যাপী যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা ও চৌধুরী বাড়ী’র আয়োজনে ‘বনভোজন-২০২৪’ সম্পন্ন হয়।
স্বজন ফারহানা চৌধুরী বৃষ্টি ও সুমাইয়া চৌধুরী উর্মির পরিচালনায় এ শিক্ষা সফর ও বনভোজনে আরও উপস্থিত ছিলেন টঙ্গী স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলি, স্বজন রাবেয়া চৌধুরী, মমতাজ বেগম, বিলকিস খান, নাসিমা সরকার, জিসানুল ইসলাম জিহাদ, ফাতেমা আক্তার, শারমিন আক্তার, মুন্নী আক্তার, নাহিদা ইসলাম ইয়াসমিন, জেসমিন কেয়া, নিশা খান, মাহফুজা, রিনি, তানভীর প্রমূখ।
সহ-সভাপতি, স্বজন সমাবেশ, টঙ্গী শাখা