Logo
Logo
×

স্বজন সমাবেশ

ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

Icon

ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

‘ইংরেজি নববর্ষ ২০২৪ হোক-বাল্যবিয়ে মুক্ত’- এ স্লোগানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (২ জানুয়ারি) বাল্যবিয়ে বিরোধী সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গৌরীপুর ও ঈশ্বরগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া মোড়, রামগোপালপুর বাসস্ট্যান্ড, শিবপুর বাজার, ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজারে বাল্যবিয়ে বিরোধী সমাবেশে বাল্যবিয়ের কুফল তুলে ধরে পথনাটক, কাব্যচিত্র ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. কামাল হোসেন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা।

ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ স্বজন সমাবেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহেমদ নাজিম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম