যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পুরান ঢাকার নাজিরা বাজার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে স্বজনদের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
পুরান ঢাকার সভাপতি সায়কা বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিএম শাকিল-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরান ঢাকা স্বজন সমাবেশের উপদেষ্টা ও ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ, উপদেষ্টা ইয়ার মোহাম্মদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুরান ঢাকার সহ-সভাপতি হাজী ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাটোয়ারী, তাকি আহমেদ, ইমরান হোসেন, প্রদীব দাশ, মাসুম, নদী, ফারজানা, সাব্বিরসহ এলাকার আরও অনেকে।
প্রধান অতিথি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ তার বক্তব্যে পুরান ঢাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘পুরান ঢাকা স্বজন সমাবেশ সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার আয়োজন করে তারা। নিয়মতি টিকাদান কর্মসূচি তো করেই সঙ্গে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো সৃষ্টিশীল কাজেও তারা সরব থাকে।
করোনাকালীন সময়ে পুরান ঢাকার স্বজনরা যথেষ্ট কাজ করেছে। খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ করেছে তারা। আমি তাদের সাফল্য কামনা করি। তারা যেন সর্বদা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। আমি যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার সঙ্গে আছি এবং সব সময় তাদের পাশে থাকব।’