Logo
Logo
×

ভর্তি

জবিতে তৃতীয় ধাপের ভর্তি সোমবার শুরু

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১০:৪৪ পিএম

জবিতে তৃতীয় ধাপের ভর্তি সোমবার শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ৩য় পর্যায়ে এবং বিশেষায়িত বিভাগসমূহের ২য় পর্যায়ে বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে সোমবার। ১৯ ও ২০ আগস্ট অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। 

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ জাহিদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ, বি ও সি ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের ৩য় পর্যায়ে এবং বিশেষায়িত বিভাগগুলোর ২য় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৯ আগস্ট দুপুর ১২ টা হতে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে। পরবর্তীতে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হলে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফিস জমার একনলেজমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র জমা দিয়ে আবেদনের কপি সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম