
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
মোংলায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

আরও পড়ুন
মোংলায় দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি ও রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন
যুগান্তরের মোংলা প্রতিনিধি আমির হোসেন আমু।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক স ম ফরিদ উদ্দিন, বাপা নেতা নুর আলম শেখ, প্রেস
ক্লাবের সাধারণ সম্পাদক হাসান গাজী, বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহামন মানিকসহ প্রমুখ
বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল
ইসলামকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে বিগত দিনে যুগান্তরের সাহসী ভূমিকার
প্রশংসা করেন।