
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে এতিমরা পেল মধ্যাহ্নভোজ

যতন মজুমদার, ফেনী
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

আরও পড়ুন
পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে ফেনীর পশুরামে এতিমখানায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। রোববাবর সীমান্তবর্তী উপজেলার বাক্স মাহমুদ সিনিয়র মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। এছাড়া রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তরের ফেনী অফিসের পক্ষ থেকে এসব আয়োজন
করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা
স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ২৫ বছরের পথচলায় নানা ঘাত-প্রতিঘাত ও রক্ত চক্ষু উপেক্ষা
করে যুগান্তর সত্যের সন্ধানে অবিচল থেকেছে।
আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের ফেনীর স্টাফ রিপোর্টার ও ফেনী সাংবাদিক
ইউনিয়নের সভাপতি যতন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ
কামরুল ইসলাম ভুঁইয়া। সাংবাদিক শাহ আলমের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল আমিন, শিক্ষক মাওলানা এস এম
আবুল হাশেম, নারায়ণ চন্দ্র সরকার, কারী বেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, মাওলানা আবুল
কালাম, সাংবাদিক রিয়াদ প্রমুখ।